1378 Teacher Will be appointed to Solve Teacher Crisis. Ministry of Education, Bangladesh has published a notice that there are a lot of vacant position in techer job position. So the ministry wants to fill up these vacant position. So 1378 Teacher Will be appointed to Solve Teacher Crisis. In addition, This recruitment will be completed by PSC. The government declared that they 1378 Teacher Will be appointed to Solve Teacher Crisis. So the proposal from the Government has sent ot PSC. Bangladesh Public Commission Service PSC will complete the recruitment procedure.
সংকট মেটাতে নিয়োগ পাচ্ছেন ১৩৭৮ সহকারী শিক্ষক
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৭৮ জন সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। এ বিষয়ে পিএসসিকে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে। পিএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে তাদের সুপারিশ করবে। সুপারিশের ভিত্তিতে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সঙ্কট নিরসনে এর আগে সরাসরি শিক্ষক নিয়োগের প্রস্তাব দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। গত ১০ এপ্রিল অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুর রহমান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এই প্রস্তাব করেন। প্রস্তাবে এক হাজার ৩৭৮ জন শিক্ষকের জরুরি নিয়োগ চায় মহাপরিচালক।
ওই প্রস্তাবে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন ৩৪৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার ২৬৩ জন সহকারী শিক্ষককের পদ শূন্য রয়েছে। পদ শূন্য থাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ব্যহত হচ্ছে। শিক্ষক সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া প্রয়োজন।
1378 Teacher Will be appointed to Solve Teacher Crisis
To get all the Latest Job Circular Like Our Page & Join Our Facebook Group
তবে সরাসরি নিয়োগ দেওয়ার ওই প্রস্তাবের পর গত জুলাইতে দশম গ্রেডে এক হাজার ৩৭৮ জন সহকারী শিক্ষক নিয়োগের জন্য পিএসসির কাছে প্রস্তাব পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
শিক্ষক সংকট মোকাবিলায় এ নিয়োগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘২০১৯ সাল পর্যন্ত শিক্ষকের চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শূন্যপদের বিপরীতে ৩৫তম বিসিএস থেকে নিয়োগের প্রক্রিয়ায় রয়েছে ৬১০ জন এবং ৩৬তম বিসিএস থেকে ৩৫১ জন। আর মাউশির প্রস্তাব দেওয়া বিশেষ বিসিএস থেকে নিয়োগ দেওয়া হবে এক হাজার ৩৭৮ জন। ২০১৯ সালের মধ্যে অবসরে যাওয়া ধরে মোট পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে দুই হাজার ৩৩৯ জন সহকারী শিক্ষক।
মাউশির গত এপ্রিলের তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ে মোট এক হাজার ৬৫৬ পদের বিপরীতে কর্মরত সহকারী শিক্ষক এক হাজার ২৯৩ জন, শূন্য পদ ৩৬৩টি।
ইংরেজি বিষয়ে সৃষ্ট পদ এক হাজার ৬৫৬টি, এর বিপরীতে কর্মরত সহকারী শিক্ষক এক হাজার ২৯৩ জন, শূন্য পদ ৩৬৩টি।
গণিতে সহকারী শিক্ষকের সৃষ্ট পদ এক হাজার ২৪২টি, এরমধ্যে কর্মরত সহকারী শিক্ষক ৯৭০ জন, শূন্য পদ ২৭২টি।
সামাজিক বিজ্ঞানের সৃষ্ট পদ ৮২৮টি, এরমধ্যে কর্মরত সহকারী শিক্ষক ৬৪৭ জন, শূন্য পদ ১৮১টি।
ভৌতবিজ্ঞানে সৃষ্ট পদ ৮২৮টি, এরমধ্যে কর্মরত সহকারী শিক্ষক ৬৪৭ জন, শূন্য পদ ১৮১টি।
ব্যবসায় শিক্ষায় সৃষ্ট পদ ৮২৮টি, এরমধ্যে কর্মরত সহকারী শিক্ষক ৬৪৭ জন, শূন্য পদ ১৮১টি।
ভূগোলে সৃষ্ট পদ ৪১৪টি, এরমধ্যে কর্মরত সহকারী শিক্ষক ৩২৪ জন, শূন্য পদ ৯০টি।
চারুও কারুকলা বিষয়ে সৃষ্ট পদ ৪১৪টি, কর্মরত সহকারী শিক্ষক ৩২৪ জন, শূন্য পদ ৯০টি।
শারীরিক শিক্ষা বিষয়ে সৃষ্ট পদ ৪১৪টি, এরমধ্যে কর্মরত শিক্ষক ৩২৪ জন, শূন্য পদ ৯০টি।
ইসলাম ধর্মে সৃষ্ট পদ ৮২৮টি, এরমধ্যে কর্মরত সহকারী শিক্ষক ৬৪৭ জন, শূন্য পদ ১৮১টি।
আর কৃষি শিক্ষা বিষয়ে সৃষ্ট পদ ৪১৪টি, এরমধ্যে কর্মরত শিক্ষক ৩২৪ জন, শূন্য পদ ৯০টি।
এছাড়া আগামী ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও ৭৫ জন শিক্ষক অবসরে যাবে
If the Bangladesh Public Commission Service Confirm the Proposal. Then it will be a very good thing for those people who want to be a teacher.
BPSC Non-Cadre Job Circular 2018. Bangladesh Public Commission Service BPSC Job Circular 2018. Which is also available as BPSC Job Circular 2018. BPSC Job Notice 2018. Bangladesh Public Commission Service Non-Cadre Job Recruitment notice published at www.bpsc.gov.bd. Since Bangladesh Public Service Commission (BPSC) Non-Cadre has published a huge Job Circular 2018. Bangladesh Public Service Commission has released a career opportunity. Bangladesh Public Service Commission employs new people in vacant posts. Moreover, To Get the latest updates on the regular job like Our FACEBOOK PAGE and also Join our public FACEBOOK GROUP.
You May Also Like
- BAEC Job Circular 2018 |Bangladesh Atomic Energy Commission Job Circular 2018
- Mongla Port Authority MPA Job Circular 2018 Apply Process- www.mpa.gov.bd
- CAAB Job Circular 2018 Exam Date and Seat Plan Exam Result- www.caab.gov.bd
- BARC Job Circular 2018 Apply Process – www.barc.teletalk.com.bd
- BSCIC Job Circular 2018 – Bangladesh Small and Cottage Industries Corporation